রাত তখন প্রায় দুটো। নিস্তব্ধ জঙ্গলের মধ্যে একটা টর্চের আলো কখনো জ্বলছে, কখনো নিভে যাচ্ছে। জয়ন্ত, অর্ক আর মেঘা নিঃশব্দে হাঁটছে এক পুরনো, ধ্বংসপ্রাপ্ত মন্দিরের দিকে। তাদের হাতের মানচিত্র বলছে—এখানেই লুকিয়ে আছে শতাব্দী পুরোনো গুপ্তধন। “ সাবধানে! জায়গাটা ভয়ানক… শুনেছি, কেউ এখানে আসলে আর ফিরে যায় না,” ফিসফিস করে বলল মেঘা। ভুত-টুত কিছু নেই! সব বাজে কথা,” বলল অর্ক, যদিও তার কণ্ঠে ভয় টের পাওয়া যাচ্ছিল। জয়ন্ত মানচিত্রের দিকটা ভালো করে দেখে বলল, “আমাদের ঠিক মন্দিরের মূল চত্বরে যেতে হবে, সেখানেই একটা গুপ্ত দরজা আছে।” তারা তিনজন এগিয়ে গেল। চারপাশে শুধু পেঁচার ড…
Social Plugin